দেশজুড়ে

ভৈরবে গণপিটুনীতে ছিনতাইকারী নিহত

কিশোরগঞ্জের ভৈরবে গণপিটুনীতে গোলাম হোসেন (৩৫) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত গোলাম হোসেন উপজেলার গাছতলাঘাট এলাকার বরজু মিয়ার ছেলে। সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন গোলাম হোসেন। এ সময় উত্তেজিত জনতা তাকে বেদম মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে পুলিশের মাধ্যমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সন্ধ্যার পর গোলাম হোসেন সেখানে মৃত্যুবরণ করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, নিহত গোলাম হোসেন ভৈরব এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে ৭/৮ টি মামলাসহ ৪টি ওয়ারেন্ট রয়েছে।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম