দেশজুড়ে

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।

বিআইডব্লিউটিসির ইব্রাহিমপুর ঘাটের ম্যানেজার আব্দুস সাত্তার জানান, শুক্রবার ভোরে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে সকাল ৬টার দিকে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

মো. ছগির হোসেন/এফএ/এমএস