দেশজুড়ে

ইউএনও`র হাতে কলেজ শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে নিন্দা

খুলনা জেলার বটিয়াঘাটার নির্বাহী কর্মকর্তার হাতে কলেজ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটি। বিবৃতিতে তারা বলেন, শিক্ষক অনুপ মন্ডলকে মোবাইল কোর্ট বসিয়ে শাস্তি দেওয়ার হুমকি প্রদর্শন করে বটিয়াঘাটার নির্বাহী কর্মকর্তা আইনের অবমাননা করেছেন। আইনের রক্ষক হয়ে তিনি আইন বর্হিভূত কাজ করেছেন কিনা তা দেখার জন্য বিভাগীয় তদন্ত একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তারা আরো বলেন, পর্দা দেওয়া দোকানে খাবার খাওয়াকে কেন্দ্র করে শিক্ষককে লাঞ্ছিত করায় ঘটনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটি তীব্র নিন্দা প্রকাশ করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন। আলমগীর হান্নান/এসএস/পিআর