আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে আবারো গুলিবর্ষণ

ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আবারো গোলাগুলি চলেছে। জম্মু-কাশ্মির সীমান্তে পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার পাশে অবস্থিত বেশ কয়েকটি ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। সোমবার সেনাবাহিনীর এক মুখপাত্র জানান,‘পাকিস্তানি সেনারা গতকাল রাত ১০ টা ৪৫ মিনিটে ভারতীয় কয়েকটি সেনা চৌকি লক্ষ্য করে ছোট অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে রাত সাড়ে এগারোটা পর্যন্ত গোলাগুলি চললেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’  পাকিস্তানি সেনারা গত ১৫ জুলাই থেকে শুরু করে এ নিয়ে  ৭ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি এবং মর্টার হামলা চালিয়েছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ১ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ ব্যক্তি আহত হয়েছে। গণমাধ্যমে  প্রকাশ, পাকিস্তানি সেনারা চলতি জুলাই মাসে ১১ বার যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে। গত শনিবারও পাক সেনারা কাশ্মিরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টর এবং পুঞ্চ জেলার দুটি গ্রামের বিভিন্নস্থানে আক্রমণ করলে ৫ বেসামরিক ব্যক্তি আহত হয়। এদিকে, জম্মু-কাশ্মিরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর গ্রামের বাসিন্দারা এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। কয়েকদিন আগেই তারা সাংবাদিকদের কাছে তাদের বাড়ির দেয়ালে এসে পড়া গুলির চিহ্ন এবং মর্টারশেল দেখিয়ে সরকারি উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।এসকেডি/এমআরআই