পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু জাফর খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী হাসপাতালে তিনি মারা যান।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ করে শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কালিকাপুরস্থ নিজ বাসভবনে হাজার মানুষ ভিড় করেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র ও এক কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম