দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপির ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে রোববার এ মামলা করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মসিউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০/৯০ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি মো. এমদাদুল হক শেখ জানান, সোমবার ভোরে সদর উপজেলা নগরবাথান সরকারি প্রাইমারি স্কুল মাঠে মসিউর রহমানের নির্দেশে ও পরিকল্পনায় বিএনপি ও জামায়াত কর্মীরা এক গোপন বৈঠকে বসে। মামলার এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা করা হয়েছে। আরও ৮০- ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস