মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় ইব্রাহিম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম বড় রায়পাড়া গ্রামের প্রয়াত কামাল ঢালীর ছেলে।
গজারিয়া থানা পুলিশের এসআই মোমেন মোল্লা জানান, বড় রায়পাড়া গ্রামের বশির মিয়ার বাগানে গাছের ডালে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ইব্রাহিম আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস