দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৬২ নেতাকর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৬২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারদের নাম জানা যায়নি।

জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। এ অভিযানে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি