দেশজুড়ে

মেহেরপুরে আলগামন উল্টে ব্যবসায়ী নিহত

মেহেরপুরের সাহারবাটি নামক স্থানে পেঁয়াজ বোঝাই স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান 'আলগামন' উল্টে ইসরাফিল হোসেন বাবু (২৭) নামে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাফিল হোসেন বাবু সদর উপজেলার শৈলমারী গ্রামের দাউদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে পেঁয়াজ বোঝাই আলগামনে করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাঁটে যাচ্ছিলেন বাবু। গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি এলাকায় পৌঁছলে দ্রুত গতির যানটি উল্টে যায়। এ সময় আলগামনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বাবু নিহত হন। দুর্ঘটনার পর আলগামন চালক পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আসিফ ইকবাল/এফএ/আরআইপি