সিরাজগঞ্জের শাহজাদপুরে দিনদুপুরে ডাকাতি করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ৪ ডাকাত ধরা পড়েছে।
এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশরাফুল নামে এক এনজিওকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলো- এরশাদ আলী (৩৫), হাসান আলী (৩০), নজরুল ইসলাম (৩৮) ও আফজাল হোসেন (৫০)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামে বেসরকারি এনজিও সংস্থা সাজেদা ফাউন্ডেশনের মাঠকর্মী আশরাফুল টাকা কালেকশন করে অফিসে আসার সময় একদল ডাকাত তাকে ঘিরে ফেলে।
এ সময় তার মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ১ লাখ ৬৪ হাজার ৩৫৩ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি ডাকাত ডাকাত করে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে ওই ডাকাত দলকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রেখে অস্ত্রসহ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী এবং ওসি খাজা গোলাম কিবরিয়া বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি কার্তুজসহ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছি। এ ব্যাপারে সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার জাকির হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম