দেশজুড়ে

বাঁশের পাতা কুড়ানো নিয়ে গৃহবধূর হাত ভেঙে দিল প্রতিবেশী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশের পাতা কুড়াতে গিয়ে সৃষ্ট গোলযোগে সখিনা খাতুন (৩০) নামের এক গৃহবধূর হাত ভেঙে দিয়েছে তার প্রতিবেশী।

বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার আগ-কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ সখিনা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, আগ-কয়ড়া গ্রামের দুস্থ মহব্বত আলীর স্ত্রী সখিনা খাতুন বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে পাতা কুড়াতে যান। একই জায়গায় গ্রামের আবুল কালামের স্ত্রী পরী খাতুনও ঝাড়– দিতে আসেন। পাতা নিয়ে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে পরী খাতুনের স্বামী আবুল কালাম ঘটনাস্থলে এসে লাঠি দিয়ে সখিনাকে বেধড়ক পেটান। এতে তার বাম হাত ভেঙে যায়। এ ঘটনায় সখিনা কয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চেয়ে অভিযোগ করেছেন।

স্থানীয় কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সখিনা খাতুন অত্যন্ত গরিব হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে। তিনি একটু সুস্থ হলে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ