দেশজুড়ে

হবিগঞ্জে ১২ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

হবিগঞ্জে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন জানান, বানিয়াচং উপজেলা যুবলীগের আহ্বায়ক একেএম জহিরুল হকসহ মোট ১২ জনকে নাশকতা সৃষ্টির আশংকায় গ্রেফতার করা হয়েছে। এর মাঝে সদর থানায় ৬, বানিয়াচংয়ে ৩, নবীগঞ্জে ১ ও লাখাই থানায় ২ জন রয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর