চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে বিএনপি-ছাত্রদলের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার দলিয়ারপুর গ্রামের বিএনপি নেতা শফিকুল ইসলাম (৫২), মোক্তারপুর গ্রামের যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন (৪০), উপজেলা শহরের বাজারপাড়া ছাত্রদল সম্পাদক আরিফুল ইসলাম (৩২), চিৎলা গ্রামের বিএনপি কর্মী বকুল হোসেন (৪৬), উজিরপুর গ্রামের জিনারুল ইসলাম লিটন (৩৮), জগন্নাথপুর গ্রামের যুবদল নেতা ইমাম হোসেন (৩৫), হেমায়েতপুর গ্রামের শওকত আলী (৩৬) ও তারিণিপুর গ্রামের ছাত্রদল নেতা রফিকুল হাসান তোতা (৩৮)।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের আদালতেরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন কাজল/আরএআর/পিআর