জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দিনাজপুরে শুক্রবার মিছিলের প্রস্তুতিকালে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে না পারলেও শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
আটকরা হলেন- দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা ছাত্রদল নেতা মো. আবু সাঈদ, শ্রমিক নেতা মো. মিজানুর রহমান মিজান, বিরল উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক আবু তাহের, ছাত্রদলের সভাপতি রোস্তম আলীসহ ১০ নেতাকর্মী।
শুক্রবার বাদ জুমা জেল রোডস্থ দিনাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে জেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম রেজওয়ানুল হক, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, মো. মোকাররম হোসেনসহ বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা ছাত্রদল নেতা আবু সাঈদ ও শ্রমিক নেতা মো. মিজানুর রহমান মিজানকে আটক করে পুলিশ। তাদেরকে আটকের পর অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে একই সময়ে শহরের মুন্সিপাড়া থেকে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। অপরদিকে বিরল উপজেলায় মিছিল বের করতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামসহ সাতজনকে আটক করে বিরল থানা পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ও বিরল থানার ওসি আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/আইআই