‘কোদালি ছড়ার টল টলে জল ফিরিয়ে দেই’ এই স্লােগানকে সামনে রেখে শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কোদালিছড়ায় স্বেচ্ছাশ্রমে পুনঃখনন ও আবর্জনা পরিষ্কার করেছেন হাজারো শহরবাসী। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পুনঃখননের পাশাপাশি ময়লা ফেলে খালটি ভরাট না করতে জনসচেতনতা বৃদ্ধির প্রচারণাও চালানো হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলার শতাধিক সমাজিক-সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির অংশ স্বেচ্ছাশ্রমে পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন। এর আগে এ উপলেক্ষ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
জানা যায়, এই খালটি পুনঃখননে ৭টি দলে প্রায় সহস্রাধিক স্বেচ্ছাশ্রম কর্মী অংশগ্রহণ করে। ৭টি দলের মধ্যে ছিল মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ সুপার, পৌরসভা, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি, বিজনেস ফোরাম ও জেলা ক্রীড়া সংস্থা। প্রত্যেক দল একযোগে নির্দিষ্ট এলাকায় পরিষ্কার ও পুনঃখননের কাজ করে। এছাড়া খালটিতে ময়লা আবর্জনা ফেলে ভরাট না করতে খালের দু'পাশে বসবাসরত মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচারণা চলানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য, কোদালিছড়া খাল মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। যত্রতত্র ময়লা আবার্জনা ফেলা এবং খালের বিভিন্ন অংশ দখলের কারণে খালটি সংকুচিত হওয়ায় বর্ষা মৌসুমে সামন্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় মৌলভীবাজার শহরে। তাই কোদালিছড়া খননের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন সচেতন নাগরিকরা।
এফএ/এমএস