দেশজুড়ে

শেরপুরে প্রশ্নফাঁসের অভিযোগে যুবক আটক

শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্র থেকে এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল থেকে বিভিন্নজনকে প্রশ্ন সরবরাহ করার সময় পুলিশ তাকে আটক করে।

আটককৃত সোলাইমান মিয়া (২২) সদর উপজেলার লছমনপুর গ্রামের আমিনুল ইসলাম খোকা মিয়ার ছেলে।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে শহরের মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্রের সামনে একটি দল নিয়ে টহল দিচ্ছিলেন। সেসময় এক যুবককে পরীক্ষার হলে ঢুকতে থাকা পরীক্ষার্থী ও অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে নিজের স্মার্টফোন থেকে গণিত প্রশ্ন সরবরাহ করতে দেখা যায়। পরে ওই যুবককে আটক করে স্মার্টফোন জব্দ করার পর এসএসসি গণিত ‘খ’ সেট অবিকল প্রশ্নপত্র পাওয়া যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে এ প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

হাকিম বাবুল/বিএ/এমএস