দেশজুড়ে

মুন্সীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সুমন খান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চাম্পাতলা গ্রামের খান বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন চাম্পাতলা গ্রামের মৃত মানিক খানের ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটটি পুলিশি হেফাজতে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমন খান আত্মহত্যা করেছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আরআইপি