পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ শেখ আছাদুজ্জামান বাবর (৪০)।
নিহতের মামা শেখ নেছার উদ্দিন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নূরুজ্জামান বাবুল গাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাবর শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের সর্দার পাড়ার নিজ বাসার কাছেই দাঁড়িয়েছিলেন। এ সময় পুলিশ তাকে দেখে ধাওয়া দিলে গ্রেফতার আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে গাছে ধাক্কা লেগে পুকুরে পড়ে ডুবে যান তিনি। পরে তাকে তাৎক্ষণিক পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে সদর থানার ওসি জিয়াউল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যার আশ্রয় নিচ্ছে। শনিবার রাতে কোথাও কোনো অভিযান চালোনো হয়নি। বাবর আগে থেকেই অসুস্থ ছিলেন।
নিহত বাবর শহরতলীর নামাজপুর গ্রামের শেখ আনছার উদ্দিনের ছেলে। গত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
হাসান মামুন/এফএ/পিআর