দেশজুড়ে

ম্যাসেঞ্জারে প্রশ্ন ও উত্তরপত্র, দুই পরীক্ষার্থী বহিষ্কার

মোবাইলে ম্যাসেঞ্জারে প্রশ্ন এবং উত্তরপত্র রাখার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সকালে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত দুই পরীক্ষার্থী হলেন, খানসামা উপজেলার খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র আরাফাত হোসাইন ও একই বিদ্যালয়ের ছাত্র মো. সৈকত জামান।

পরীক্ষা কেন্দ্র সচিব এবং ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা জানান, পরীক্ষা শুরুর পূর্বে মো. আরাফাত হোসাইন এবং সৈকত জামান নামে দুই পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনসহ ম্যাসেঞ্জারের প্রশ্নপত্রের সেট ও উত্তর পত্র পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা এবং পুলিশের সহযোগিতায় তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পরীক্ষা শুরু হলে প্রশ্নপত্রের উত্তরপত্রের সঙ্গে মিল পাওয়া গেলে তাদেরকে বহিষ্কার করা হয়।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রাশেদুজ্জামান দুই পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/আইআই