মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ার লঞ্চ ও সিবোট ঘাটে তেলের দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় পাড়ে থাকা একটি স্পিডবোট পুড়ে নষ্ট হয়ে যায়।
রোববার বেলা পৌনে ২টার দিকে ডিজেল অকটেনের তেলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর পাশে আরও কয়েকটি টিন-কাঠের টং দোকান থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। এতে ফেরি ঘাটের কোনো সমস্যা হয়নি।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি