দেশজুড়ে

পিরোজপুরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঝিলবাড়ী গ্রামে গাছ থেকে পড়ে সৈয়দ আলী মৃধা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির রাস্তার পাশের একটি আতা গাছের ডাল কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত সৈয়দ আলী মৃধা ওই গ্রামের মৃত আফসার আলী মৃধার ছেলে।

এ ব্যাপারে স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকালে গাছের ডাল কাটতে গিয়ে পা ফসকে পাকা রাস্তার উপর পড়ে ওই কৃষক আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসান মামুন/আরএআর/আরআইপি