পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের রাম দায়ের কোপে বড় ভাইসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার ভেলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুলাল শেখ (৬৫), হাবিল (৩৫) ও হাবিলের স্ত্রী মুন্নিকে (২৫) ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ জানায়, দুলাল শেখের সঙ্গে তার ছোট ভাই আপাল শেখের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ অবস্থায় কয়েকদিন আগে দুলাল শেখের পক্ষ থেকে হুমকির অভিযোগ এনে আপাল শেখের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পূর্ব বিরোধের জেরে দুপুরে বাড়ির সামনের ভাঙা রাস্তায় দুলাল শেখ ইটের খোয়া দিতে থাকে। এ অবস্থায় আপাল শেখের লোকজন রাস্তায় খোয়া দিতে বাধা সৃষ্টি করে। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছয়জন গুরুতর আহত হন।আপাল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সকাল থেকেই অফিসে আছি। সংঘর্ষের বিষয়ে আমি কিছুই জানি না। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ আসার পরই মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলাউদ্দিন আহমেদ/এআরএ/পিআর