দেশজুড়ে

গাইবান্ধায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চ্যানেল এস ও ঢাকা টাইমসের সাংবাদিক জাভেদ হোসেনের নামে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির মামলা  করা হয়েছে।

১২ ফেব্রুয়ারি রাতে মামলাটি করেন শহরের পূর্বপাড়া এলাকার মৃত মকবুলার রহমানের ছেলে মাহাবুবার রহমান। এর আগে গত ১১ ফেব্রুয়ারি মাহাবুবার রহমানের নামে সদর থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেনের স্ত্রী ববি বেগম।

সেই মামলায় ববি বেগম উল্লেখ করেন, জেলা শহরের পুরাতন জজকোর্ট এলাকায় মাহাবুবার রহমান ও পাশেই লিজকৃত গণপূর্তের জায়গায় জিহাদ হোসেনের দোকানঘর রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে জিহাদ হোসেনের দোকানের পেছনে মাহাবুবার রহমান তার লোকজন নিয়ে নতুন করে ঘর তৈরি করছিলেন। এ সময় সেখানে গিয়ে কাজ করতে নিষেধ করলে জিহাদ হোসেনকে মারধর করে গুরুতর আহত করেন তারা।

পরে জিহাদ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৬ জন ও অজ্ঞাত ৫ জনের নামে গাইবান্ধা সদর থানায় গত ১১ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন ববি বেগম। এতে ক্ষুব্ধ হয়ে মাহাবুবার রহমান গত ১২ ফেব্রুয়ারি সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আমরা তদন্ত করছি, তদন্ত পরবর্তী সত্য-মিথ্যা বোঝা যাবে।

রওশন আলম পাপুল/এমএএস/পিআর