দেশজুড়ে

কর্মস্থলে ফিরতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদ শেষে যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টুঙ্গীপাড়া থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে ফেরি ক্যামেলিয়ায় তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগের ব্যবস্থাপনা এখনো বহাল রয়েছে। ঈদের আগে যেমন যাত্রীরা হাসিমুখে বাড়ি গেছে, ঈদের পরেও তেমনি হাসিমুখে কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা হয়েছে। এজন্য পুলিশ বাহিনী, র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ ব্যবস্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে আরো বলেন, এবারের ঈদে কোন অপরাধ কর্মকাণ্ড ঘটেনি। ছোট খাটো দুই/একটি দুর্ঘটনা ছাড়া তেমন কোন ঘটনা ঘটেনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কে এম  নাসিরুল হক/এআরএ/পিআর