পরিবার পরিজন নিয়ে পার্ক থেকে ফেরার পথে ইজিবাইকের চেইনে ওড়না পেঁচিয়ে রেখা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেখা খাতুন শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।নিহতের বোন কাজল জানান, বিকাল ৩টার দিকে তারা শহরতলীর বিনোদিয়া পার্কে বেড়াতে যান। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শহরের বাবলাতলা এলাকার ভৈরব নদের ব্রিজের অদূরে ইজিবাইকের পেছনের দিকে চেইনের সাথে ওড়না পেঁচিয়ে রেখা খাতুন মারাত্মক আহত হন। উপস্থিত স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।মিলন রহমান/এসএস/পিআর