সিরাজগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পৌর এলাকার শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার রফিকুল ইসলাম বক্কুর ছেলে মো. মতিন (৩৬) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাংলাহিলির পূর্ব বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজের ছেলে মো. সবুজ (৩২)।
জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহীদগঞ্জ পূর্বপাড়া মহল্লার আব্দুল মতিনের বাড়ি থেকে ২৬ হাজার ৮শ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৪০ লক্ষ ২০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস