দেশজুড়ে

ভাইকে বাঁচাতে আরেক ভাইয়ের ট্রাকের নিচে ঝাঁপ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল আলম (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আশরাফুল আলম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আবুয়াচর গ্রামের আলতু মিয়ার ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

মোহনগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আনসারী জিন্নাত আলী জাগো নিউজকে জানান, শুক্রবার সকালে আশরাফুল আলম তার ছোট ভাইকে নিয়ে ধর্মপাশা থেকে নেত্রকোনায় যাওয়ার পথে মোহনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নেমে সড়ক দিয়ে হাঁটছিল।

এসময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পরে যাওয়ার সময় আশরাফুল তার ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নিজে ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় গুরুত্বর আহত আশরাফুলকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কামাল হোসাইন/এমএএস/পিআর