দেশজুড়ে

মির্জাপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই

টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডে একটি বাজারের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার উয়ার্মী ইউনিয়নের নাগরপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার ওই বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ৮টার দিকে বাজারের মঞ্জু খানের মনিহারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে পাশের কবির মিয়ার সারের দোকান, সোবিদ খানের মনিহারি দোকান ও রাজ্জাক মিয়ার লেপ-তোষকের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পানি ও বালু দিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানগুলো মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে চারটি দোকানের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কফিল উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম এরশাদ/আরএআর/এমএস