টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এসএসসি পরীক্ষায় কেন্দ্রে চারজন শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় এ শিক্ষকদের অব্যাহতি দেয়া হয়। এদিকে অব্যাহতির এ তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা কেন্দ্রে গেলে তাদের প্রবেশ করতে দেয়া হয়নি।
ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব লাল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কেন্দ্র সচিবের অজুহাতে কেন্দ্রে প্রবেশে নিষেধ করেন। তিনি জানান, ইউএনও বললেও কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, শনিবারের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের একটি হলে ৪ জন শিক্ষক দায়িত্বরত ছিল। কয়েকদিন পর হলেও দায়িত্ব অবহেলার কারণে ওই শিক্ষকদের অব্যাহতি দেয়া হয়। তারা পরবর্তী কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি