দেশজুড়ে

গাজীপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, ট্রাকে আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ট্রাকচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকেল তিনটার দিকে কোনাবাড়ি আমবাগ ব্রিজ এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র মো. শাহ আলম (১৮) কোনাবাড়ি বাঘিয়া এলাকায় মৃত মতিউর রহমানের ছেলে এবং স্থানীয় ক্যামব্রিজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

দুর্ঘটনার প্রতিবাদে নিহতের সহপাঠী ও এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, কলেজ থেকে বাড়ি ফেরার পথে আমবাগ ব্রিজ এলাকায় পৌঁঁছালে ঝুটবোঝাই একটি ট্রাক শাহ আলমকে চাপা দেয়।

এ সময় আশপাশের লোকজন গুরুতর আহতাস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর মোবারক আরও জানান, চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। শাহ আলম নিহতের খবরে ওই কলেজের বিক্ষুব্ধ সহপাঠী ও এলাকাবাসী ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম