দেশজুড়ে

রুটিন পরিবর্তনের দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন

আগামী ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসির লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গাইবান্ধা শহরে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।

শনিবার বিকেলে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন করে গাইবান্ধা সরকারি কলেজসহ কয়েকটি কলেজের পরীক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পরীক্ষার্থী নাভিদ নেওয়াজ নিশাদ, আহমেদ শাকিব ও রাফসান রাজন প্রমুখ।

তারা বলেন, ২০১৮ সালের এইচএসসির লিখিত পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্র, পদার্থ, গণিত, হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিষয়গুলোর পূর্বে প্রয়োজনীয় বন্ধ দেয়া হয়নি। ফলে পরীক্ষার সময় সিলেবাস সম্পন্ন করতে আমাদের সমস্যায় পড়তে হবে।

তাই ভালোভাবে প্রস্তুতি নেয়ার জন্য ব্যবহারিক পরীক্ষার পূর্বে যে দিনগুলো বন্ধ দেয়া হয়েছে তা কমিয়ে লিখিত পরীক্ষার পূর্বে ওই বন্ধের দিনগুলো ওইসব বিষয়ের আগের দিন করে দেয়ার দাবি জানান বক্তারা।

রওশন আলম পাপুল/এমএএস/জেআইএম