দেশজুড়ে

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের দামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের বাবা বাবলু মিয়া (৪৬) ও ভাই মাসুদ (২৬)। আহতদের মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আরিফ ঘোড়াঘাট ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র। ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ বছর ধরে এক বিঘা জমি নিয়ে ওই গ্রামের বাবলু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই ছামাদ আলী ও শাহজাহানের বিবাদ চলছিলো। বুধবার সকাল ১০ টায় বাবলু মিয়া তার দুই ছেলেকে নিয়ে বিবাদমান ওই জমিতে হাল চাষ করতে যায়। এ সময় প্রতিপক্ষরা লাঠি-সোটা ও অস্ত্র-সস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে হামলা চালায়। এতে বাবলু মিয়া, আরিফুল ইসলাম ও মাসুদ গুরতর আহত হলে প্রতিবেশীরা তাদের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবলু ও মাসুদের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এমদাদুল হক মিলন/এসএস/পিআর