খেলাধুলা

তামিমকে ডি ককের ধাক্কা

ওয়ানডের পর টেস্ট সিরিজেও প্রোটিয়া খেলোয়াড়ের ধাক্কা খেলেন তামিম ইকবাল। বুধবার প্রথম টেস্টের প্রথম সেশন শেষে ড্রেসিং রুমের দিকে হাঁটার সময় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ধাক্কা দেন তামিমকে। শুধু ধাক্কা দিয়েই ক্ষান্ত হননি প্রোটিয়া উইকেটরক্ষক। তিনি তামিমকে কনুই দেওয়ারও চেষ্টা করেন। এর আগে ওয়ানডে সিরিজে তামিম ইকবালকে ধাক্কা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইলি রুশো। ডি ককের এমন আচরণে মোটেই সন্তুষ্ট হতে পারেননি তামিম। তিনি আম্পায়ারকে বিষয়টি অবহিত করেন। তামিমকে শান্ত করতে ছুটে আসেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। ছুটে আসেন ডেল স্টেইনও। স্টেইন তামিমের কাঁধে হাত রেখে কী যেন বলে শান্ত করার চেষ্টা করেন।এমআর/পিআর