রাঙ্গামাটিতে আকস্মিক আগুনে ৪০ বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমসবার রাতে শহরের তবলছড়ি বিএডিসি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নেভাতে গিয়ে তিনজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে বিএডিসি কলোনির একটি বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘনবসতি হওয়ায় পর পর কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজে লাগে। স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী আগুন নেভাতে সহযোগিতা করে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর