মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিহির মৃধা (২২) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেতকা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিহির মৃধা সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়নের আনোয়ার মৃধার ছেলে এবং বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
আহতরা হলেন- একই ইউনিয়নের মো. জাকারিয়ার ছেলে মো. জিসান (২২) ও মো. জামাল শেখের ছেলে মো. রানা (২২)।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কত্যর্বরত চিকিৎসক ডাক্তার শামীম আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিহির মৃধা দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মারা যান। অপর আহত দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর