দেশজুড়ে

পাবনায় ট্রাক্টরের ধাক্কায় নারীর মৃত্যু

পাবনা সদর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ছবি খাতুন (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হেমায়েতপুরের কাশিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ছবি খাতুন হেমায়েতপুর ইউনিয়নের কৃষ্ণদিয়ার গ্রামের ডাবলু শেখের স্ত্রী।

ঘটনার পর পুলিশ ইট বোঝাই ট্রাক্টর ও চালক সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাদশা মালিথার ছেলে বাবু মালিথাকে (৩২) আটক করেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে কাশিপুর মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামছিলেন ছবি খাতুন। এ সময় পেছন থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

একে জামান/আরএআর/আইআই