অমর একুশে বইমেলা প্রায় শেষ সময় পার করছে এখন। এবারের মেলায় গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ সংখ্যক শিশুপ্রহর ছিল। আজ শুক্রবার মেলার সপ্তম শিশু প্রহরে শিশু কিশোরদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বাবা মায়ের হাত ধরে তারা মেলায় এসেছেন আর কিনেছেন নতুন সব বই।
কচিকাচার মিলন মেলায় বেচাকেনাও চলছে অন্য যে কোন শিশু প্রহর থেকে বেশি- জানিয়েছেন প্রকাশকরা। অন্য প্রকাশের আলা উদ্দিন টিপু বলেন, বেচাকেনা ভালোই চলছে। শিশুপ্রহর হলেও সব বয়সীরাই সকালের মেলায় হাজির হয়েছেন। তারা বইও কিনছেন।
রাজধানীর সেগুনবাগিচা থেকে আসা ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, মেলাতো প্রায় শেষ দিকে। তাই সময় সুযোগ করে চলে এসেছি। সন্তানদের সঙ্গে নিয়ে এসেছি। আর আইয়ুব আলীরস্কুল পড়ুয়া তৃতীয় শ্রেণির সন্তান আফসার হোসেন বলেন, মেলা থেকে দুটি বই কিনেছি। ছোট বোনের জন্যও একটা কিনেছি।
বরাবরের মতো ছুটির দিনের অপেক্ষায় থাকেন লেখক-প্রকাশকরা। তাদের প্রত্যাশা, ছুটির দিনে অন্যদিনের তুলনায় বই বিক্রি বেশি হবে। এ দিন পাঠক-দর্শনার্থীদের ভিড় হবে জেনে প্রকাশনাগুলো পাঠক টানতে ইতোমধ্যে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এসব স্টলের সামনে জনপ্রিয় লেখকদের ছবি ও লোগো সংবলিত প্ল্যাকার্ড, লালগালিচা এবং লাল-সবুজ রঙের কার্পেটসহ বিভিন্ন আয়োজন চোখে পড়ার মতো।
এমএইচ/এআরএস/পিআর