মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, লামুয়া গ্রামের জমসেদ মিয়া ও একই এলাকার লন্ডন প্রবাসী মনর মিয়ার মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। শনিবার উভয় গ্রুপের মধ্যে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় নারীসহ উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ৫ থেকে ৬ জন গুরুতর আহত হওয়ায় তাদের সিলেট পাঠিয়ে দেয়া হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, কী নিয়ে বিরোধ ছিল তা এখনো জানা যায়নি। তবে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এফএ/পিআর