মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা পদ্ধতি সংস্কারের ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, কোটা ব্যবস্থার সংস্কার করে ৫৬% থেকে ১০% এ নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেয়া, চাকরি পরীক্ষায় কোটা পদ্ধতি একাধিকবার ব্যবহার না করা, কোটায় বিশেষ ধরনের কোনো পরীক্ষা না পাওয়া এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাটমার্কস ও বয়সসীমা নির্ধারণ করাসহ ৫ দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের রাসেল কবির, বিজিই বিভাগের মিজান ও সৈকত চন্দ্র দে, এফটিএনএস বিভাগের আরিফ, সিপিএস বিভাগের হাসানুল বাশার মিরন, ইএসআরএম বিভাগের আপন, রসায়ন বিভাগের মোখলেছুর রহমান মুহিত, মো. সাকিবুল ইসলাম ও মনির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি