মুন্সিগঞ্জে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী গুরুতর অাহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলা গজারিয়ার ভাটেরচর এলাকায় গজারিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
অাহতরা হলেন- নাহিদ উদ্দিন (১৮), মোজাম্মেল হোসেন (৩৮), নিলুফা অাক্তার (৪০), ঈসমাইল হোসেন (৫৩), কামাল উদ্দিন (৪০), এবং হালিমা অাক্তার (৩৫)। তারা সবার বাড়ি গজারিয়া উপজেলার বাসিন্দা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, গজারিয়ার ভাটেরচর এলাকায় বাস-লরির সংঘর্ষে ৬ জন গুরুতর অাহত হয়েছে। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেছে।
আরএস/পিআর