দেশজুড়ে

‘জাতিসংঘে বাংলা চাই’ মাদারীপুরে ভোট শুরু

মাদারীপুরের সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণে ‘জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘জাতিসংঘে বাংলা চাই’ সমর্থনে অতিথি ও কয়েকশ শিক্ষার্থী ভোট প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মো. সোরাওয়ার্দী। বিশেষ অতিথি ছিলেন সরকারি বরহামগঞ্জ কলেজের উপাধ্যক্ষ শামীমা আক্তার, কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক এইচএম সাহাবুদ্দিন ও বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. নাজমুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে সরকারি বরহামগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সোরাওয়ার্দী বলেন, জাতিসংঘে ইতোমধ্যে ৬টি ভাষা দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার হচ্ছে। এবার বাংলাকে সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে চালু করা দাবি উঠেছে বিশ্বব্যাপী। আমাদের বাঙালি জাতির রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলা ভাষার অবস্থান বিশ্বে চতুর্থ। এ থেকে বোঝা যায় যে, বাংলা ভাষার চেয়েও অবস্থানের দিক থেকে নিচে থাকা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নেয়া উচিত।

অনুষ্ঠানের আলোচকরা বলেন, ‘জাতিসংঘে বাংলা চাই’ একটি সময়োপযোগী স্লােগান এবং বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা করা একটি যৌক্তিক দাবি।

সময়োপযোগী এ দাবি তুলে ক্যাম্পেইনের মাধ্যমে সারাবিশ্বে জানান দেয়ার জন্য মাদারীপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা জাগো নিউজ ও প্রাণ গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে একটি শোভাযাত্রা সরকারি বরহামগঞ্জ কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হাবিবুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শেখ শাখাওয়াত হোসেন, চ্যানেল নাইনের মাদারীপুর জেলা প্রতিনিধি শিব শংকর রবি দাস, মোহনা টিভির সাংবাদিক মনির হোসেন, দৈনিক সমকাল পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী মৃধা, সাংবাদিক আবু জাফর, অপূর্ব দাশ, বজলুর রহমান, রবিউল হাসান, আকাশ চন্দ্র দাশ ও রিফাত হোসেন প্রমুখ। ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন জাগো নিউজের মাদারীপুর জেলা প্রতিনিধি এ কে এম নাসিরুল হক।

নাসিরুল হক/এফএ/জেআইএম