টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মইন উদ্দিন বলেন, টাঙ্গাইলগামী সিএনজিচালিত একটি অটোরিকশা তারটিয়া এলাকায় ঢাকাগামী ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে অটোরিকশার এক যাত্রী মারা যান।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি