দেশজুড়ে

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ দোকান ভস্মীভূত

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো মধ্যে মুদি দোকান, মুরগির দোকান, কাপড়ের দোকান ও স্বর্ণালংকারের দোকানসহ ১৫ থেকে ২০টির মতো দোকান রয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস