দেশজুড়ে

গাংনীতে প্যারামেডিকেলে সিলগালা

মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদহ-হাটবোয়ালিয়ায় প্যারামেডিকেল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন জানান, কোনো কাগজপত্র ছাড়ায় চলছিল প্যারামেডিকেল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অনুমতি ছাড়াই চলছিল প্রতিষ্ঠানটি। ফলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

এমআরএম/এমএস