পশ্চিম আফ্রিকার মালিতে মাইন বিস্ফোরণে নিহত চার বাংলাদেশি সেনার মধ্যে পাবনার মোহাম্মদ রায়হানের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত রায়হান পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের সমাসনারী গ্রামের মোসলেম শেখের ছেলে।
স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটার দিকে দোয়েঞ্জা এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার ভোরে রায়হানের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে আসে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারে চলছে শোকের মাতম।
নিহত রায়হানের দুই কন্যা সন্তান রয়েছে। একজনের বয়স আট বছর অন্যজনের দুই। দুই ভাই ও এক বোনের মধ্যে রায়হান ছিল সবার বড়। তার ছোট ভাই কুয়েত প্রবাসী।
রায়হানের মামাতো ভাই নান্নু ও আতিক হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, রায়হানের সঙ্গে ২৮ ফেরুয়ারি (বুধবার) শেষ কথা হয় তার পরিবারের। প্রায় ১৫ থেকে ১৬ মাস হলো রায়হান মালিতে গিয়েছিলেন। আর এক থেকে দুই মাস পরেই তার আসার কথা ছিল। কিন্ত বৃহস্পতিবার ভোরে তার মৃত্যুর খবর আসে।
জানা গেছে, সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় মাইন বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি সেনা।
একে জামান/আরএআর/জেআইএম