কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের কোনো ধর্ম ও জাত ছিল না। লালনের একটি মাত্র পরিচয় ছিল সেটি হচ্ছে মানবতা। তিনিই একমাত্র বাউল সাধক যিনি সকল ধর্মের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে সদাসত্য পথে চলতে মানুষকে মানবতাবাদীর পথে ডাক দিয়েছিলেন।
তিনি বলেন, লালন অহিংস মানবতার ব্রত নিয়ে মানুষের কল্যাণে অসংখ্য গান সৃষ্টি করে গেছেন। তার এই অমর সৃষ্টি সঙ্গীত কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সকল ধর্মের ঊর্ধ্বে থেকে সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করতে মরমী এই সাধক মানব মুক্তির জন্য সৃষ্টি করেছিলেন ফকিরি মতবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে লালনের আদর্শে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলি।
বৃহস্পতিবার রাতে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিন দিনব্যাপী স্মরণোৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আমাদের সমাজে এক শ্রেণির লোক ধর্মকে হাতিয়ার বানাতে চায়। তারা ধর্ম ব্যবহার করে কীভাবে এদেশে ধ্বংসযজ্ঞ চালায় মানুষ তা দেখে হতবাক হয়েছে। ধর্মের নামে সাধারণ নিরীহ মানুষের উপর নৃশংস বর্বরতা ও হানাহানি করে জাতিকে বিভক্তি করার অপচেষ্টা চালাচ্ছে। যা কোনো সভ্য সমাজের কাম্য নয়।
তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন গোটা বিশ্বের কাছে নিজের সফলতার কারণে শ্রেষ্ঠ তিনজনের মধ্যে একজন হচ্ছেন। সেখানে অন্যদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিতে বিখ্যাত হওয়ার সুনাম অর্জন করছেন। তিনি মাকাল ফলের মতো।
কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদি হাসান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ জিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, বিজ্ঞ পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ননের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
প্রধান আলোচক হিসেবে লালন সাঁইয়ের জীবন, দর্শন ও সৃষ্টি গানের মর্মকথা নিয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান। আলোচক হিসেবে সাঁইজির ভাবাদর্শ নিয়ে আলোচনা করেন লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুজ্জামান, লালন একাডেমির অ্যাডহোক কমিটির সদস্য সেলিম হক। স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের কুষ্টিয়া লালন একাডেমির পক্ষ থেকে ফুলের তোড়া, ক্রেস্ট ও আত্মশুদ্ধির প্রতীক একতারা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।
আল-মামুন সাগর/বিএ