টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ৮ম ব্যাচের (২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মাহমুদা আক্তার মুন্নী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগে মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর। তার বাড়ি শেরপুর জেলায়। বাবার নাম আব্দুল মালেক। তিন ভাই-বোনের মধ্যে মুন্নী মেঝো এবং অবিবাহিত ছিলেন।
মুন্নীর পরিবার জানিয়েছে, প্রায় এক/দেড় বছর ধরেই সে কিডনি সমস্যায় অসুস্থ ছিল। চিকিৎসা চলছিল ঢাকায়। সম্প্রতি ভারতে গিয়ে উন্নত চিকিৎসার জন্যেও প্রস্তুতি নেয়া হচ্ছিল। গত ১৮ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোক করলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটে। কিন্তু শুক্রবার গভীররাতে আবার ব্রেন স্ট্রোক করলে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নীর মৃত্যু হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, অসুস্থতার জন্য মুন্নী ৮ম ব্যাচের ফাইনাল পরীক্ষায় বসতে পারেনি। পরে ৯ম ব্যাচে পুনরায় ভর্তি হয়। মুন্নীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাস জুড়ে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে বিটেকের প্রিন্সিপাল ইঞ্জি. আব্দুল মজিদসহ পুরো বিটেক পরিবার।
শনিবার বাদ মাগরিব নিজ গ্রামের বাড়িতে মুন্নীকে দাফন করা হয়েছে বলে বন্ধুমহল ও পারিবারিক সূত্রে জানা গেছে।
এমএএস/এমএস