ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে বাসের ৫০ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত সোয়া ১২টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোল্লা ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের কমপক্ষে ৫০ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেন।
হাসপাতালে ১০-১২ জনকে ভর্তি রেখে অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে হাসপাতালের সহকারী প্রশাসক স্বপন কুমার জানিয়েছেন।
এসএম এরশাদ/এফএ/জেআইএম