দেশজুড়ে

কুড়িগ্রামের ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক সুলতানা পারভীন। সোমবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময়ের আয়োজন করে জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলিয়া ফেরদৌস, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কুড়িগ্রামর জেলা ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, সমস্যা-সম্ভাবনা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাজমুল/এমএএস/আরআইপি