ঢাকা-বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সংযোগ সড়কে ৫০ মিনিট আটকা ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিং এলাকায় রেল সড়কের উপর বালি ভর্তি একটি ট্রাক উল্টে গেলে থেমে যায় ট্রেনটি। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে প্রায় ৫০ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত ৮ টা ৩৫ মিনিটে ট্রেনটি মির্জাপুর স্টেশন পার হয়ে আনুমানিক ৩ কিলোমিটার যাওয়ার পর মহাসড়কের ধেরুয়া রেল ক্রসিং এলাকায় থেমে যায়। মহাসড়কের ধেরুয়া এলসি ২৪ নম্বর গেটে রেল সড়কের উপর বালি ভর্তি একটি ট্রাক উল্টে ট্রেন লাইন বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনটি আটকা পড়ে। এ কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় স্থায়ী হয়। পরে মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি লাইনের ওপর থেকে সরিয়ে নিলে রাত ৯টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।
মির্জাপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইসরাফিল হোসেন জানান, দুর্ঘটনার কারনে পদ্মা এক্সপেস ট্রেনটি ধেরুয়া এলাকায় থেমে যায়। পরে পুলিশ লাইন থেকে ট্রাকটি সরিয়ে নিলে ৫০ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এস এম এরশাদ/আরএআর/জেআইএম